All Sim offer & Free netUncategorized

এয়ারটেল রবি সিমে ৫পয়সা প্রতিমিনিটে কথা বলুন | ৪০টাকায় ১০০০মিনিট কথা বলার উপায়,

আসসালামু আলাইকুম
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি বলেছেন চমৎকার একটা মিনিট অফার শেয়ার করব,
অফারটা শেয়ার করার মুল কারন হচ্ছে অনেকে কস্টে আছেন সেটা হলো-

আইপিকলঃ
আইপিকল হলো বাংলাদেশের সবচেয়ে কমরেট কথা বলার একটি সার্বিস তার মধ্যে Brilliant Connect, Amberit, Alaap BTCL, জনপ্রিয় কয়েকটা সর্ভিস, যা দিয়ে প্রতি মিনিটে ৩০পয়সা কথা বলার সুযোগ পাওয়া যায়,কিন্তু ৭ই মে থেকে BTRC নির্দেশে সকল প্রকার আইপিকলের সর্বনিম্ন কলরেট ৩০পয়সা থেকে এখন সর্বনিম্ন ৪০পয়সা করা হয়েছে যা ভ্যাট সহ কারে ৪৩-৪৬পয়সা পড়তে পারে????
সাথে আমাদের এমবি খরচ হিসাব করলে ৫৫পয়সা -৬০পয়সাও পরতে পারে,তারপর আবার বাজে ভয়েস  কলিং,
সব মিলিয়ে এখন আর আমাদের এটা পুষাবে না আমাদের কথা হলো তাহলে এয়ারটেল সিমের ৪৮পয়সা কলরেট কোনো রিচার্জ ছারাই ওইটা কেমন! ????Click Here

আসুন এসব আইপিকল বয়কট করে, সিমের অফারে চলে আসি,
আজকে এয়ারটেল এবং রবি সিমের একটা সার্ভিস শেয়ার করবো যা দিয়ে আপনি প্রতি মিনিটে ০.০৪৮৮পয়সা পরতে পারে,

মানে ৫পয়সার কম, অভাক হচ্ছেন, অভাক হওয়ার কথা এমন অফার আবার আছে হ্যা আছে,
এটা শুধু এয়ারটেল এবং রবিতে চলবে,তবে হ্যা এই টাইপের সার্ভিস বাংলালিংকেরও আছে চাইলে ইউজ করতে পারেন,

বাংলালিংকের ২টাকাতে ৫০ মিনিট

????Click Here 

তো আজকে আমি এয়ারটেল সিমে এবং রবির ২টাকাতে ৫০মিনিট এই অফার এর কথা বলছি আপনি মিনিট হিসাব করেন? কত পয়সা পরে প্রতি মিনিটে দেখুন অভাক হয়ে যাবেন!আপনি যদি দিনের-পর-দিন ঘন্টার পর ঘন্টা কারো সাথে কথা বলে থাকেন, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো এই সার্ভিসটি ইউজ করেন, তো সেক্ষেত্রে আপনি বেশ লাভবান হবেন দেখবেন মিনিট ফুরাবেইনা,

তো আজকে আমি কথা বলবো এই ২টাকার প্যাকেজ দিনে একবার নেয়া যায় কিভাবে আনলিমিটেড এই প্যাকেজ পার্সেস করবো,আমাদের ১০০০মিনিট এই সিস্টেমে নিলে ৪০টাকার মতন পরবে যা ভ্যাট সহ করে একটু বেশি পরতে পারে,এই প্যাকটি দৈনিক একবারের বেশি নেয়া যায় না,আমি আনলিমিটেড নেয়ার ট্রিকটি শেয়ার করবো, দিনে যতবার নিতে চান ততবারই নিতে পারবেন,
তবে হ্যা কিছু শর্ত ত আছেই, এই সর্ভিসে শর্তগুলো দেখুন-

শর্তগুলো দেখুনঃ-
১) যার সাথে কথা বলবেন তাকেও এই ২টাকার একটা প্যাকেজ কিনতে হবে।

২) এটা শুধু এয়ারটেল রবিতে কল দিতে পারবেন!

৩) মিনিটের মেয়াদ থাকবে ১দিন।

৪) এই সার্ভিস অটুরেনোয়াল ১দিন পর পর ২টাকা করে অটোমেটিক কেটে নিবে!

৫) 016***/018*** সরাসরি নাম্বার তুলে কল দেয়া যাবে না, সার্ভিস চালু করলে একটা নাম্বার দেয়া হবে এই নাম্বার এর মাধ্যমে কল দিতে হবে,নাম্বার হাইড থাকবে।

[Note]এই সার্ভিস ভালো না লাগলে দয়া করে বন্ধ করে দিন,আর নয়তো প্রতিনিয়ত ২টাকা৪৪পয়সা ভ্যাট সহ কারে কাটবে,

প্রথমে প্যাকটি নিতে একটা নম্বরে সরাসরি কল দিন
23443
তারপর 1 Press করুন কলটি কেটে দিন ফিরতি একটা মেসেজ আসবে, Y লিখে সেন্ড করুন,

ব্যাস চালু হয়ে গেলো আমাদের সার্ভিস, এখন কি ফিরতি আরেকটা মেসেজে আপনাকে 5 সংখ্যার একটা ID Code দিবে,

এটা আপনার নাম্বার, যাকে কল দিবেন তাকে এই আইডি কোড দিবেন অথবা যাকে কল দিবের তার আইডি কোডটি নিন,
কল দেয়ার আগে 23443তারপর আইডি কোড যেমন 2344312345

এখন আনলিমিটেড নেয়ার ট্রিক আগের বারে আমাকে অনেকে বলছেন যে এটা একদিনে একবার নেয়ার পর আর নেয়া যায় না,তাই এই মিনিটটি ফুরাবেন তারপর STOPVC লিখে সেন্ড করুন 23443 এই নাম্বারে সেন্ড করে সার্ভিসটি শুধু আপনিই বন্ধ করুন, তারপর আবার নতুন করে সার্ভিসটি চালু করে নিন, যাকে কল দিবেন তাকে বারবার চালু বন্ধ করতে হবে না,তারও যেহেতু অটু রেনুয়াল নিয়মিত 2taka কেটে নিবে,

তো এই সার্ভিসটা যদি আপনাদের ভালো না লাগে তাহলে অবশ্যই সার্ভিসটা বন্ধ করে দিবেন আর নয়তো অটু ২টাকা৪৪পয়সা কেটে নিবে, STOP VC লিখে সেন্ড করুন 23443 তাহলে Unsubscribe হয়ে যাবে,

অনেক বক বক করলাম পোস্টটি ভালো লাগলে আপনার কাছ থেকে একটা শেয়ার আশা করা যায়,
তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন পোস্ট নিয়ে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি
আল্লাহ হাফেজ,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close