চলে এলো YouTube এর মতন নতুন প্লাটফর্ম, মনিটাইজ করে Youtube এর মতই ইনকাম | Vdoshar Lite

আসসালামু আলাইকুম
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহ তায়ালার ওয়াশেষ মেহের বানীতে অনেক অনেক ভালো আছেন!
তো বর্তমান সময় ভিডিও শেয়ারিং এর জন্য ইউটিউব কিন্তু সবচাইতে জনপ্রিয় মাধ্যম,
আমরা অনেকে আছি চাই একটা YouTube Channel খুলে ভিডিও আপলোড দিয়ে ইনকাম করবো কিন্তু পারি না, কারন Youtube Monetize এর জন্য আবেদন করলে তাদের দেয়া শর্ত পুরা করতে হয়, যা চাইলেও আমরা পারি না কারন ৪০০০ঘন্টা এবং ১০০০মিনিট ১বছরের ভেতর পুরা করা লাগে আর নয়তো আবেদন করা যায় না, এখন ১০০০ Subscribe করা সম্ভব কিন্তু আমাদের জন্য ৪০০০ঘন্টা মানে ২৪০০০০ মিনিট কস্ট হয়ে যায়, তাই আজকে নতুন একটি Video share Platform নিয়ে আসলাম, যেখানে চাইলে ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন,
তো এখানে মনিটাইজেশনের কিছু সিস্টেম আছে আপনি চাইলে এখানে ভিডিও আপলোড করার পর আপনি এখানে মনিটাইজেশন এর জন্য আবেদন করতে পারবেন. তারপর এখান থেকে কিন্তু আপনি চাইলে মনিটাইজ পাওয়ার পর আপনার ভিডিওতে এড শো করবে. আর এইটা হুবহু ইউটিউব এর মতন আছে, আপনি চাইলে এই প্লাটফর্মে কাজ শুরু করে দিতে পারেন কারন এইটাতে খুব সহজে শর্তগুলো পূরণ করতে পারবেন,
আর বর্তমানে এই প্লাটফর্ম টা কিন্তু খুবই ছোট বলতে গেলে নতুন প্ল্যাটফর্ম যার কারণে এটা কি এখানে আপনি মানে বর্তমানে অনেক সুবিধা পাবেন, কিন্তু এটা Future তেমন সুবিধা কিন্তু পাবেন না, কারণ ইউটিউবে কিন্তু প্রথম অবস্থা যখন ইউটিউব সুযোগ-সুবিধা দেয়া হয়েছিল, আর পুরোনো YouTube চেনেলকে এখনও সুবিধা দেয়া হয়,
তো আজকে আমি আপনার সামনে যে প্ল্যাটফর্মটির কথা বলতেছি,
Name: Vdoshar Lite
হুবুহু Youtube
প্রথম অবস্থায় আপনাকে সাইন আপ করতে হবে, তারপর আপনার একটা একটা একাউন্ট ক্রিয়েট করে নিতে হবে মানে একটা চ্যানেলে Create করে নিতে হবে, তারপর Customize মানে লগো ব্যানার সবগুলো Setup করতে হবে, তরপর ভিডিও আপলোড করতে পারবেন, তো ভিডিও কিভাবে আপলোড করতে হয় তারপর কিভাবে থামনাইল সেট করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো তো চলুন শুরু করা যাক আজকের পোস্ট,
প্রথমে এপ ডাওনলোড করুন
এপে ডুকুন তারপর উপরে সাইনইন ক্লিক দিন,
ফ্রমটি পুরন করুন তারপর আপনার ইমেইলে কোড যাবে কোডটি বসিয়ে দিন ব্যাস,
ডান সাইডে কোনায় ক্লিক দিয়ে, Manage Channel ক্লিক করে আপনার চেনেলে আসুন,
আমাদের চেনেল Customize করতে হবে, মানে লগো ব্যনার সেট করতে হবে, তো তারজন্য Back Button ক্লিক দিয়ে বাম পাশে থ্রিডট মেনুতে ক্লিক দিয়ে সেটিং ক্লিক দিয়ে আপনার চেনেলের নাম তারপর ব্যানার লগো সেট করুন,
সেইভ দিন ব্যাস এখন চেনেলে ডুকুন,
চাইলে আমাদের চেনেলটি ঘুরে আসতে পারেন, Techshohor24
হুবহু Youtubeএর মতই ভিডিও আপলোড দেয়ার জন্য প্লাস আইকনে ক্লিক দিন তারপর টাইটেল ট্যাগ ডিসকিপশন দিন,
থামনাইল এখান থেকে সেট করুন,
আপলোড Done চাইলে ভিডিও প্লে করতল পারবেন,নিজের ভিডিও নিজ দেখা থেকে বিরত থাকুন,অন্যের ভিডিও কপি করবেননা, এখন আসি মনিটাইজ নিয়ে। তারজন্য হোম আসুন বাম সাইডে থ্রুডট মেনুতে ক্লিক দিন,
এখন মনিটাইজ এর জন্য এখানেও একটি শর্ত আছে এখানে মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে মিনিমাম 20000 ভিও লাগবে, তারপরে 500 সাবস্ক্রাইবার লাগবে,
আপনার যখন হবে তখন কিন্তু আপনি চাইলে মনিটাইজেশন এর জন্য আবেদন করতে পারবেন,
আপনাদের দেখানুর জন্য নিজের ভিডিওনিজেই ভিও করলাম,ওমা ১৩টা ভিও ১টা Subscribe
সর্বশেষ একটা প্রশ্ন আপনাদের মাথায় ঘুরতেছে অনেকেই এটা নিয়ে মানে ভাবতেছেন যেটা পেমেন্ট করে কিভাবে? ইউটিউব কিন্তু আমাদের ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে থাকে ইউটিউব যখন আমাদের একাউন্টে 100 ডলার হয় তখন কিন্তু আমাদের ব্যাংকের মাধ্যমে করে থাকে,
Vdoshar lite সরাসরি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করবে, মজার বিষয় হলো যে এখানে মাত্র 50 ডলার হলেই কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন, যেকোনো ব্যাক সাপোর্ট করবে,
তো এই সোশ্যাল প্ল্যাটফর্মটিতে আপনিও চাইলে অংশগ্রহণ করতে পারেন, কারন এইটা ফিউচারে ভালো একটি পর্যায়ে যেতে পারে,
এই ছিলো আজকের পোস্ট,রিকোয়েস্ট থাকবে একটাই ,এই পোস্টটটি সবাই একটি শেয়ার দিবেন আপনাদের বন্ধুদের কাছে,
তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই কামনাই করি,
আল্লাহ হাফেজ,