
আসসালামু আলাইকুম
বন্ধুরা সবাই কেমন আছেন,
আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন, তো আজকের এই পোস্টের মধ্যে নতুন একটা গেমস নিয়ে হাজির হয়েছি,
Annihilation গেইমের পর পর আসতে যাচ্ছে বাংলাদেশি নতুন গেইম,
তো এই গেমটাও বাংলাদেশী ডেবলোপারদের হাত ধরে তৈরি হতে যাচ্ছে, এই গেইমটাও এখনও মুক্তি পায়নি তবে খুব শীঘ্রই এই গেমটা আমরা হাতে পেয়ে যাবো, তবে Annihilation Game এর মত এই গেইমেও ডেমো ভারশন আসছে, চাইলে টেস্টিং হিসেবে খেলতে পারবেন, মজার বিষয় হলো যে এই গেমটি বগুড়ার ডেবলোপারদের হাত ধরে আসছে,
তবে বাহিনী গেইমে মধ্যে যে ম্যাপগুলো পাবেন, যে চিত্র গুলো আপনারা দেখতে পাবেন, তো সবগুলোই বগুড়ার স্থানের চিত্র থাকবে, তো যারা ব্যাসিক্যালি বগুড়াতে জন্মগ্রহণ করেছেন, এমনকি বগুড়ায় থাকেন তারা অবশ্যই গেমটি খেলে একটু বেশি মজা পাবেন, নিজস্ব এলাকায় যোদ্ধ করবেন☺
literayven-studios Team এর কাছ থেকে জানা যায়, যে আপাতত গেইমটি PC তে খেলা যাবে, তবে খুব শিগ্রই ফোনের ভারশন আসবে তাই যাদের PC আছে তারা Test করতে পারেন,
literayven-studios ডেবলোপারদের হাত ধরে আসছে বাহিনী গেইম…
Techshohor24 Team তাদের কাছে গেইম সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে তারা এই মেসেজটি দেন-
তারা বলেনঃ-
“এটি একটি ছোট আকারের গেম, বর্তমানে বিকাশাধীন অবস্থায় রয়েছে। গেমটি তিনজন ইনডি ডেভেলপার তৈরি করেছেন।
এবং আমরা পেশাদার ডেভেলপার না হওয়ায় আমরা এই গেমটির খুব বেশি প্রচার করি নি। আপনারা এই গেমটিতে বেশ কয়েকটি ভুল খুঁজে পেতে পারেন তবে আমাদের ভুলগুলি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
গেমটির ডেমো ভার্সন লঞ্চ হয়েছে। আপনার হাতে সময় থাকলে আমাদের ছোট্ট এই গেম টি খেলে দেখতে পারেন।
????Download Link1
????Download Link2
????Click Here
এবং আমাদের গেম সম্পর্কে আপনার কোনো মতামত আছে কী ? যে কোনও পরামর্শ, ভুল-ত্রূটি, নির্দ্বিধায় আমাদের সঙ্গে যোগাযোগ করুন অথবা মেসেজ দিন আমাদের ????ফেইসবুক পেজ“
চলুন এবার গেইমের গ্রাফিক্স এবং Background গুলো দেখি,
কারো মুখে জানি শুনলাম এটা নাকি বগুড়ার Background পুরোপুরি যারা বগুড়ায় থাকেন তারা দেখেনতো চিনেন কিনা,
কেমন দেখলেন আমার কাছে ত অসাধারণ লাগছে,
এত সুন্দর ব্যাকগ্রাউন্ড পুরাই জস????
অবিশ্বাস্য বিষয় হলো যে বাংলাদেশের ডেভলপাররা এত সুন্দর সুন্দর গেইম তৈরি করেতেছে,
আশা করা যায় কয়েকবছর পর অনয় দেশের গেইম খেলতে হবে না, আমাদের দেশের ডেবলোপাররা চাইলে অনেক ভালো গেইম তৈরি করে বিশ্বের বুকে তাক লাগিয়ে দিতে পারবে, তাই এদের গেইম ডিজাইন দেখে হাসাহাসি Troll না করে আসুন এদের উৎসাহ দেই এতে তাদের কাছ থেকে ভালো কিছু পাবো…!
অনেক বক বক করলাম গেইমটা ভালো লাগলে আপনার কাছ থেকে একটা শেয়ার আশা করা যায়,
তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন পোস্ট নিয়ে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি
আল্লাহ হাফেজ,