
আসসালামু আলাইকুম
গেমিং লাভার বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন! তো অনেকতো পাবজি ফ্রীফায়ার গেম উপভোগ করলেন, এবার বাংলাদেশি গেমটিই খেলা দেখেন না, বাংলাদেশে খুব শীঘ্রই একটা গেম আসতে চলেছে,
গেমটিকে ইতিমধ্যেই সকলেই চিনেন Annihilation,
এই গেমটি আসার আগেই অনেকে চিনে গেছেন,কারন বাংলাদেশি গেম বলে কথা,
তো মজার বিষয় হলো পাবজি, ফ্রীফায়ার এর মতন আমরা এই গেমটা শেয়ার করে খেলতে পারব, তো মজার একটা বিষয় হলো যারা 19দশকে যারা জন্মগ্রহণ করেছিলেন তারা প্রত্যেকে সালমানশাহকে চিনেন, এমন কি আমাদের মাঝে অনেকেই আছেন সালমান শাহ বক্ত, আর বিশেষ কথা হলো সালমান শাহকে চিনেননা এমন পাবলিক কমই পাবেন,
মোট কথা সালমানশহ বক্তদের জন্য একটা Good News সেটা হচ্ছে যে এই গেমের মধ্যে সালমান শাহ হলো প্রধান আর্কশন, এখানে সালমান শাহ থাকবেন Fighting এর ভুমিকায় থাকবে যেখানে তার একটি হাত থাকবে আসল আরেকটি যান্ত্রিক, আর সালমানশাহ এর চলাফেরা চুলের স্টাইল সব কিছু তার মতই,
আর গেইমে শুধু সালমানশাহই থাকছেনা আরো থাকছে বাংলাদেশের পুরো ম্যাপ হবুহু বাংলাদেশ,
আর এই গেমের মূল বিষয় হচ্ছে যে আপনার একটা স্টোরি নিয়ে যেমন একটা চরিত্র নিয়ে, আমরা হয়তো অনেকে পাবজি ফ্রী ফায়ার গেম গুলা খেলি থাকি কিন্তু সেই গেমের মধ্যে কোনো Story নেই Just mission এগুলাই, কিন্তু এই গেইমে৷একটা story নিয়ে গেম শুরু হবে এবং Mission থাকবে,
তবে আমি প্রথমেই ধন্যবাদ জানাবো Crysis Entertainment টিমদের, এই বাংলাদেশি ডেবলোপার টিমদের হাত ধরে এত সুন্দর একটা গেম আসতেছে,
তো আমরা হয়তো সকলেই জানি যে বাংলাদেশ ভালো ভালো ডেভলপার না থাকার কারণে কিন্তু এর আগে পাবজি ফ্রী ফায়ার এ ধরনের ব্যাটেল গেম কিন্তু এর আগে তৈরি হয় নাই,
তো একটা জিনিস দেখে অবাক হলাম যে, এই গেমটি মুক্তি পাবার আগেই সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ সাড়া ফেলে দিয়েছে, এই গেমটা প্রচুর পরিমাণ ভাইরাল এজন্য আমি বাংলাদেশী ডেভলপারদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, যে এত সুন্দর গেমটি তৈরি করার জন্য,
চলে আসি মূল টপিকে 30 এপ্রিল 2021 সালে এই গেমটি মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত Covid19 কারণে এই গেমটি প্লেস্টোরে পাবলিস্ট হতে বিলম্ব হচ্ছে যার তারা ইতিমধ্যে তাদের পেজে জানিয়ে দিয়েছে,
এমনকি তাদের টিমের কাছে মেসেজ করার পর তাদের টিম রিপ্লাই করে যে এই গেমটি খুব শীঘ্রই প্লে স্টোরে পাবলিশ হবে 30 তারিখ পাবলিস্ট হওয়ার কথা ছিল, যদি 30 তারিখ না হয় তাহলে তারা একটা ডেমো ভার্সন গেম দেওয়া হবে, এই ডেমোতে ৫/১০হাজার প্লেয়ার উপভোগ করতে পারবে,
এখন কথা হল যে এই গেমটা যদি আপনি সবার আগেই খেলতে চান, তাহলে অবশ্যই আপনাকে ডেমো ভার্শন থেকে খেলতে হবে, এই ডেমো ভার্শন গেম খেলতে হলে আপনাদের তাদের কাছে আবেদন করতে হবে, তো সেই আবেদনের মধ্যে যদি আপনি পাঁচ থেকে দশ হাজার লোকের ভিতরে থাকেন, তাহলে আপনাকে এই গেমের মধ্যে সিলেক্ট করা হবে,
তারপর আপনাকে একটা লিংক দেওয়া লিঙ্ক থেকে আপনারা চাইলে গেমটা খেলতে পারবেন, এখন কথা হল যে আমি আপনাদেরকে সাজেস্ট করব এসব আবেদন না করে আপনার ডাইরেক্টলি Wait করেন, কারণ এটা খুব শীঘ্রই প্লে স্টোরে চলে আসবে, কারণ আপনারা সকলেই জানেন যে বর্তমান Covid19
এই গেমটি রিভিও হতে সময় লাগতেছে,আমার মনে হয় এটা ২/৩দিন এর ভেতর আমরা playsore পাবো, আর যদি কিনা রিভিউ করতে Late হয় তাহলে একটু সময়ত লাগবেই,
এখন কথা হল আপনি যদি জীবনে কোন গেমস না খেলে থাকেন, তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, কমচেকম এই গেমটি খেলার চেষ্টা করবেন কারণ বাংলাদেশি গেম বলে কথা, বাংলাদেশ ডেভলপারদের উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন, কারণ এদের হাত ধরে আমরা ভবিষ্যতে আরো ভালো কিছু পেতে পারি,
তো অনেক বকবক করে ফেললাম আশা করি আপনারা বুঝতে পারবেন বিষয়টা তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন পোস্ট নিয়ে, তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এই কামনা করি,
আল্লাহ হাফেজ,